পরিচ্ছেদঃ
১৫৬১। (দুধ মায়ের) দুধ পান করা স্বভাবকে পরিবর্তন করে দেয়।
হাদীসটি খুবই মুনকার।
এটিকে ইবনুল আ’রাবী "আলমুজাম" গ্রন্থে (১/২৪) আবূ বকর মুহাম্মাদ ইবনু সালেহ আনত্বকী হতে (লিখিতভাবে), তিনি আবু মারওয়ান আব্দুল মালেক ইবনু মাসলামাহ হতে, তিনি সালেহ ইবনু আব্দুল জাব্বার হতে, তিনি ইবনু জুরায়েয হতে, তিনি ইকরিমাহ হতে, তিনি আবদুল্লাহ ইবনু আব্বাস (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।
আর ইবনু আ’রাবীর সূত্রে হাদীসটিকে কাযাঈ (৪/২) বর্ণনা করেছেন।
আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। এর মধ্যে কয়েকটি সমস্যা রয়েছেঃ
১। ইবনু জুরায়েয কর্তৃক আনআন করে বর্ণনা করা। কারণ তিনি মুদাল্লিস বর্ণনাকারী।
২। সালেহ ইবনু আব্দুল জাব্বার হচ্ছেন মাজহুল তাকে চেনা যায় না। হাফিয যাহাবী “আলমীযান” গ্রন্থে বলেনঃ তিনি খুবই মুনকার হাদীস বর্ণনা করেন। এটিকে ইবনুল আরাবী ... বর্ণনা করেছেন। অতঃপর তিনি এ হাদিসটি উল্লেখ করে বলেছেনঃ ...।
৩। আব্দুল মালেক মাদানী দুর্বল।
হাদীসটিকে আবুশ শাইখ আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) হতেও বর্ণনা করেছেন।
الرضاع يغير الطباع
منكر جدا
-
رواه ابن الأعرابي في " المعجم " (24 / 1) : أخبرنا أبو بكر محمد بن صالح الأنطاكي - كتابة -: أخبرنا أبو مروان عبد الملك بن مسلمة أخبرنا صالح بن عبد الجبار عن ابن جريج عن عكرمة عن ابن عباس مرفو عا. ومن طريق ابن الأعرابي رواه القضاعي (4 / 2)
قلت: وهذا إسناد ضعيف، فيه علل
1 - عنعنة ابن جريج، فإنه كان يدلس
2 - صالح بن عبد الجبار، مجهول لا يعرف، قال الذهبي في " الميزان ": " أتى بخبر منكر جدا، رواه ابن الأعرابي
، ثم ساق هذا، وقال
3 - " وعبد الملك مدني ضعيف ". والحديث رواه أبو الشيخ عن ابن عمر