পরিচ্ছেদঃ
১৫২৫। যখন তোমাদের কেউ অযু করবে তখন সে যেন তার দু’পায়ের নিচের অংশ তার ডান হাত দ্বারা ধৌত না করে।
হাদীসটি বানোয়াট।
হাদীসটিকে ইবনু আদী (২/১৫৪) মুহাম্মাদ ইবনুল কাসেম আসাদী হতে, তিনি সুলাইমান ইবনু আরকাম হতে, তিনি হাসান হতে, তিনি আবূ হুরাইরাহ (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।
তিনি বলেনঃ সুলাইমান ইবনু আরকাম যা কিছু বর্ণনা করেছেন তার অধিকাংশেরই কেউ মুতাবা’য়াত করেননি।
আমি (আলবানী) বলছিঃ তিনি খুবই দুর্বল যেমনটি এই মাত্র (পূর্বের হাদীসের মধ্যে) আলোচিত হয়েছে। কিন্তু তার থেকে বর্ণনাকারী আসাদী তার চেয়েও বেশী নিকৃষ্ট। তাকে ইমাম আহমাদ মিথ্যুক আখ্যা দিয়েছেন। তিনি অন্য বর্ণনায় তার সম্পর্কে বলেনঃ তার হাদীসগুলো বানোয়াট, আর তিনি কিছুই না।
إذا توضأ أحدكم فلا يغسلن أسفل رجليه بيده اليمنى
موضوع
-
رواه ابن عدي (154 / 2) عن محمد بن القاسم الأسدي حدثنا سليمان بن أرقم عن الحسن عن أبي هريرة مرفوعا، وقال: " سليمان بن أرقم، عامة ما يرويه لا يتابعه أحد عليه ". قلت: وهو ضعيف جدا كما سبق آنفا، لكن
الأسدي الراوي عنه شر منه، فقد كذبه أحمد، وقال في رواية: " أحاديثه موضوعة، ليس بشيء