১৫০৫

পরিচ্ছেদঃ

১৫০৫। তোমরা মেহদীর দ্বারা খেযাব লাগাও (চুল রঙ করো), কারণ তা ভয় নিবারণ করে এবং বাতাসকে সুগন্ধ যুক্ত করে।

হাদীসটি দুর্বল।

হাদীসটি আবু ইয়ালা তার “মুসনাদ’ গ্রন্থে (৬/৩০৫) ও তাম্মাম “আল-ফাওয়াইদ” গ্রন্থে (১/৯৬) হাসান ইবনু দেয়ামাহ হতে, তিনি উমার ইবনু শারীক (ইবনু আবী নামরাহ) হতে, তিনি তার পিতা হতে, তিনি আনাস (রাঃ) হতে মারফু হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি দুর্বল। হাসান ইবনু দেয়ামাহ এবং উমার ইবনু শারীক তারা উভয়েই মাজহুল (অপরিচিত) বর্ণনাকারী।

اختضبوا بالحناء، فإنه يسكن الروع، ويطيب الريح
ضعيف

-

رواه أبو يعلى في " مسنده " (من المطبوع 6 / 305) وتمام في " الفوائد " (96 / 1) عن الحسن بن دعامة: حدثني عمر بن شريك - يعني ابن أبي نمرة - عن أبيه عن أنس مرفوعا. قلت: وهذا إسناد ضعيف، الحسن بن دعامة وعمر بن شريك مجهولان

اختضبوا بالحناء، فانه يسكن الروع، ويطيب الريح ضعيف - رواه ابو يعلى في " مسنده " (من المطبوع 6 / 305) وتمام في " الفواىد " (96 / 1) عن الحسن بن دعامة: حدثني عمر بن شريك - يعني ابن ابي نمرة - عن ابيه عن انس مرفوعا. قلت: وهذا اسناد ضعيف، الحسن بن دعامة وعمر بن شريك مجهولان
হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ
যঈফ ও জাল হাদিস
১/ বিবিধ