পরিচ্ছেদঃ
৫৫১। যে ব্যাক্তি আলেমের তাকলীদ (দলীল ছাড়াই অন্ধ অনুসরণ) করবে সে আল্লাহ্র সাথে নিরাপদে মিলিত হবে।
এটির কোন ভিত্তি নাই।
এটি সম্পর্কে সাইয়েদ রাশীদ রিযা (রহঃ)-কে জিজ্ঞাসা করা হয়েছিল। তিনি "আল-মানার" (৩৪/৭৫৯) ম্যাগাজিনে উত্তরে বলেনঃ এটি হাদিস নয়।
من قلد عالما لقي الله سالما
لا أصل له
-
وقد سئل عنه السيد رشيد رضا رحمه الله فأجاب في مجلة " المنار " (34 / 759) بقوله: " ليس بحديث
من قلد عالما لقي الله سالما
لا اصل له
-
وقد سىل عنه السيد رشيد رضا رحمه الله فاجاب في مجلة " المنار " (34 / 759) بقوله: " ليس بحديث
হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ
যঈফ ও জাল হাদিস
১/ বিবিধ