পরিচ্ছেদঃ ১৪. লালন-পালনের দায়িত্ব বহন - সন্তান লালন পালনের ব্যাপারে খালা মায়ের সমতুল্য
১১৫৪। বারা ইবনু আযিব (রাঃ) হতে বর্ণিত; নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামযার কন্যা প্রসঙ্গে (দাবী উঠলে) খালার পক্ষে ফয়সালা দিলেন এবং বললেন, ’খালা মায়ের স্থান অধিকারিণী’।[1]
وَعَنْ الْبَرَاءِ بْنِ عَازِبِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا; أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - قَضَى فِي ابْنَةِ حَمْزَةَ لِخَالَتِهَا, وَقَالَ: «الْخَالَةُ بِمَنْزِلَةِ الْأُمِّ». أَخْرَجَهُ الْبُخَارِيُّ
-
صحيح. وهو قطعة من حديث رواه البخاري (2699)
وعن البراء بن عازب رضي الله عنهما; ان النبي - صلى الله عليه وسلم - قضى في ابنة حمزة لخالتها, وقال: «الخالة بمنزلة الام». اخرجه البخاري
-
صحيح. وهو قطعة من حديث رواه البخاري (2699)
[1] বুখারী ১৭৮১, ১৮৪৪, ২৬৯৮, ৩১৮৪, ৪২৫৮, মুসলিম ১৭৮৩, তিরমিযী ৯৩৮, ১৯০৪, আর দাউদ ১৮৩২, আহমাদ ১৮০৭৪, ১৮০৯৫, দারেমী ২৫০৭।