১০৪২            
          
           
        পরিচ্ছেদঃ ৪. ওয়ালিমাহ - রোযাদারের ওয়ালিমার দাওয়াতের সম্মতিদান এবং ভক্ষণ করা
১০৪২। মুসলিমে জাবির (রাঃ) থেকে অনুরূপ হাদীস বর্ণিত হয়েছে; তাতে আছে- ইচ্ছা হলে খাবে নতুবা খাওয়া বর্জন করবে।[1]
                      وَلَهُ مِنْ حَدِيثِ جَابِرٍ نَحْوُهُ. وَقَالَ: فَإِنْ شَاءَ طَعِمَ وَإِنْ شَاءَ تَرَكَ
-
صحيح. رواه مسلم (1430)                    
                      وله من حديث جابر نحوه. وقال: فان شاء طعم وان شاء ترك
-
صحيح. رواه مسلم (1430)                    
                  
                  [1] বুখারী ১৪৩০, আর দাউদ ৩৭৪০, ইবনু মাজাহ ১৭৫১, আহমাদ ১৪৭৯৭।