পরিচ্ছেদঃ ২. স্ত্রীলোকদের প্রতি সৎ ব্যবহার - কৃত্রিম চুল মাথায় লাগানো হারাম
১০২২। ইবনু ’উমার (রাঃ) থেকে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঐসব মহিলাদেরকে লানত করেছেন- যেসব মহিলা (কেশ বড় করার জন্য অন্য) কেশ সংযোগ করে আর যে মহিলা কেশ সংযোগ করায়, আর উল্কিকারিণী এবং যে উল্কি করায় এমন মহিলাদেরকেও।[1]
وَعَنِ ابْنِ عُمَرَ - رَضِيَ اللَّهُ عَنْهُمَا؛ - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - لَعَنَ الْوَاصِلَةَ وَالْمُسْتَوْصِلَةَ, وَالْوَاشِمَةَ وَالْمُسْتَوْشِمَةَ. مُتَّفَقٌ عَلَيْهِ
-
صحيح. رواه البخاري (5940)، ومسلم (2124)
وعن ابن عمر - رضي الله عنهما؛ - ان النبي - صلى الله عليه وسلم - لعن الواصلة والمستوصلة, والواشمة والمستوشمة. متفق عليه
-
صحيح. رواه البخاري (5940)، ومسلم (2124)
[1] বুখারী ৫৯৩৭, ৫৯৪২, ৫৯৪৭, মুসলিম ২১১৪, ১৭৫৯, ২৭৮৩, নাসায়ী ৩৪২৬, ৫০৯১, ৫২৫১, আবূ দাউদ২১৬৮, ইবনু মাজাহ ১৯৮৭, আহমাদ ৪৭১০।