৯৯৪

পরিচ্ছেদঃ ইহরামরত ব্যক্তির নিজের বিবাহ করা বা অপরকে বিবাহ দেওয়া নিষেধ

৯৯৪। মাইমুনাহ (রাঃ) থেকে নিজের সম্পর্কে বর্ণিত যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে হালাল (ইহরামহীন) অবস্থায় বিবাহ করেছিলেন।[1]

وَلِمُسْلِمٍ: عَنْ مَيْمُونَةَ نَفْسِهَا - أَنَّ النَّبِيَّ - صلى الله عليه وسلم - تَزَوَّجَهَا وَهُوَ حَلَالٌ

-

صحيح. رواه مسلم (1411)

ولمسلم عن ميمونة نفسها ان النبي صلى الله عليه وسلم تزوجها وهو حلالصحيح رواه مسلم 1411

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ মাইমূনাহ (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
বুলুগুল মারাম
পর্ব - ৮ঃ বিবাহ (كتاب النكاح)