পরিচ্ছেদঃ ৬. তৃতীয় অনুচ্ছেদ - মদের বর্ণনা ও মধ্যপায়ীকে ভীতিপ্রদর্শন করা
৩৬৫৮-[২৫] আর ইবনু মাজাহ্ হাদীসটি আবূ হুরায়রাহ্ (রাঃ) হতে বর্ণনা করেন।[1]
وروى ابْن مَاجَه عَن أبي هُرَيْرَة
وروى ابن ماجه عن ابي هريرة
[1] হাসান : ইবনু মাজাহ ৩৩৭৫, সহীহ আল জামি‘ ৫৮৬১।