৩৪৯৭

পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য

(৩৪৯৭) নাওয়াস ইবনে সামআন (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পুণ্য ও পাপ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, পুণ্য হল সচ্চরিত্রতার নাম। আর পাপ হল তাই, যা তোমার অন্তরে সন্দেহ সৃষ্টি করে এবং তা লোকে জেনে ফেলুক এ কথা তুমি অপছন্দ কর।

وَعَنِ النَّوَاسِ بنِ سَمعَانَ قَالَ : سَأَلتُ رَسُوْلَ اللهِ ﷺ عَن البِرِّ وَالإثمِ فَقَالَ البِرُّ : حُسنُ الخُلُقِ والإثمُ : مَا حَاكَ فِي صَدرِكَ وكَرِهْتَ أن يَطَّلِعَ عَلَيْهِ النَّاسُ رواه مسلم

وعن النواس بن سمعان قال سالت رسول الله ﷺ عن البر والاثم فقال البر حسن الخلق والاثم ما حاك في صدرك وكرهت ان يطلع عليه الناس رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব