৩৪৯৬

পরিচ্ছেদঃ সচ্চরিত্রতার মাহাত্ম্য

(৩৪৯৬) সা’ব ইবনে জাসসামাহ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে (শিকার করা) এক জংলী গাধা উপঢৌকন দিলাম। কিন্তু তিনি তা আমাকে ফিরিয়ে দিলেন। তারপর তিনি আমার চেহারায় (বিষণ্ণতার চিহ্ন) দেখে বললেন, আমরা ইহরামের অবস্থায় আছি, তাই আমরা এটি তোমাকে ফিরিয়ে দিলাম। (বুখারী ১৮২৫, মুসলিম ২৯০২)

وَعَنِ الصَّعْبِ بنِ جَثَّامَةَ قَالَ : أَهدَيتُ رَسُوْلَ اللهِ ﷺ حِمَاراً وَحْشِيّاً فَرَدَّهُ عَلَيَّ فَلَمَّا رَأَى مَا فِي وَجهِي قَالَ إِنَّا لَمْ نَرُدَّهُ عَلَيْكَ إِلاَّ ِلأَنَّا حُرُمٌ متفقٌ عَلَيْهِ

وعن الصعب بن جثامة قال اهديت رسول الله ﷺ حمارا وحشيا فرده علي فلما راى ما في وجهي قال انا لم نرده عليك الا لانا حرم متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব