৩৩৪৮

পরিচ্ছেদঃ জুতা পরার আদব

(৩৩৪৮) উক্ত রাবী (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছি যে, যখন তোমাদের কারো জুতার ফিতা ছিঁড়ে যাবে, তখন সে যেন তা না সারা পর্যন্ত অন্য জুতাটি পরে না হাঁটে।

وَعَنهُ قَالَ : سَمِعُتُ رَسُوْلَ اللهِ ﷺ يَقُولُ إِذَا انْقَطَعَ شِسْعُ أَحَدِكمْ فَلاَ يَمْشِ فِي الأُخْرَى حَتّٰـى يُصْلِحَهَا رواهُ مسلم

وعنه قال سمعت رسول الله ﷺ يقول اذا انقطع شسع احدكم فلا يمش في الاخرى حتى يصلحها رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব