৩৩৪৭

পরিচ্ছেদঃ জুতা পরার আদব

(৩৩৪৭) আবূ হুরাইরা (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ’তোমাদের কেউ যেন এক পায়ে জুতা পরে না হাঁটে। হয় উভয় জুতা পরবে, নচেৎ উভয় জুতা খুলে রাখবে।’

অন্য এক বর্ণনায় আছে, ’নচেৎ উভয় পা খালি রাখবে।’

عَنْ أَبِيْ هُرَيرَةَ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ قَالَ لاَ يَمشِ أَحَدُكُمْ فِي نَعْلٍ وَاحِدَةٍ لِيَنْعَلْهُمَا جَمِيعاً أَو لِيَخْلَعْهُمَا جَمِيعاً وفي رواية أَو لِيُحْفِهِمَا جَمِيعاً متفق عليه

عن ابي هريرة ان رسول الله ﷺ قال لا يمش احدكم في نعل واحدة لينعلهما جميعا او ليخلعهما جميعا وفي رواية او ليحفهما جميعا متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব