৩১১১

পরিচ্ছেদঃ তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া মুস্তাহাব

(৩১১১) জাবের (রাঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ও প্লেটকে চেঁটে খেতে আদেশ করেছেন এবং বলেছেন, ’’তোমরা জান না যে, কোন খাবারে বরকত আছে।’’ (আহমাদ ১৩৮০৯, মুসলিম ৫৪২০, ইবনে মাজাহ ৩২৭০)

এক বর্ণনায় আছে যে, ’’শেষের খাবারে বরকত নিহিত আছে।’’ (আবূ আওয়ানাহ, নাসাঈ, ইবনে হিব্বান ১৩৪৩, ইরওয়াউল গালীল ৭/৩২)

وَعَن جَابِرٍ أَنَّ رَسُوْلَ اللهِ ﷺ أَمَرَ بِلَعْقِ الأَصَابِعِ وَالصَّحفَةِ وَقَالَ إنَّكُمْ لاَ تَدْرُونَ فِي أيِّ طَعَامِكُمُ البَرَكَةُ رواه مسلم

وعن جابر ان رسول الله ﷺ امر بلعق الاصابع والصحفة وقال انكم لا تدرون في اي طعامكم البركة رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব