৩১১০

পরিচ্ছেদঃ তিন আঙ্গুল দ্বারা খাবার খাওয়া মুস্তাহাব

(৩১১০) কা’ব ইবনে মালিক (রাঃ) হতে বর্ণিত, তিনি বলেন, ’আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে তিন আঙ্গুল দ্বারা (রুটি, খেজুর ইত্যাদি) খেতে দেখেছি। অতঃপর যখন তিনি খাবার শেষ করলেন, তখন সেগুলিকে চাটলেন।’

وَعَن كَعبِ بنِ مَالِكٍ قَالَ : رَأَيتُ رَسُوْلَ اللهِ ﷺ يَأكُلُ بثَلاَثِ أَصَابِعَ فَإِذَا فَرَغَ لَعِقَهَا رواه مسلم

وعن كعب بن مالك قال رايت رسول الله ﷺ ياكل بثلاث اصابع فاذا فرغ لعقها رواه مسلم

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব