২৯৯৫

পরিচ্ছেদঃ নিষিদ্ধ কিছু কথা

(২৯৯৫) আয়েশা (রাঃ) হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে অবশ্যই কেউ যেন ’আমার আত্মা খবীস হয়ে গেছে’ না বলে। তবে বলতে পারে যে, ’আমার অন্তর কলুষিত হয়ে গেছে। (বুখারী ৬১৭৯, মুসলিম ৬০১৫)

عَنْ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنهَا عَنِ النَّبِيِّ ﷺ قَالَ لاَ يَقُولَنَّ أَحَدُكُمْ : خَبُثَتْ نَفْسي وَلكِنْ لِيَقُلْ : لَقِسَتْ نَفْسي متفق عليه

عن عاىشة رضي الله عنها عن النبي ﷺ قال لا يقولن احدكم خبثت نفسي ولكن ليقل لقست نفسي متفق عليه

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৭/ আদব