পরিচ্ছেদঃ বদরী সাহাবাগণের মর্যাদা
(২৮৮১) জাবের (রাঃ) কর্তৃক বর্ণিত, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
لَا يَدْخُلُ النَّارَ أَحَدٌ شَهِدَ بَدْرًا وَالْـحُدَيْبِيَةَ
অর্থাৎ, যে কেউ বদর ও হুদাইবিয়্যাতে উপস্থিত ছিল, সে জাহান্নামে প্রবেশ করবে না।
-
-
(আহমাদ ২৭০৪২, সহীহুল জামে’ হা/ ৫২২৭)