২৮১৭

পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর দর্শন

(২৮১৭) আবূ সাঈদ খুদরী (রাঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কল্যাণ তার জন্য, যে আমাকে দর্শন করেছে ও আমার প্রতি ঈমান এনেছে। আর কল্যাণ অতঃপর কল্যাণ অতঃপর কল্যাণ তার জন্য, যে আমার প্রতি ঈমান এনেছে অথচ আমাকে দেখেনি।

وَعَنْ أَبِـيْ سَعِيدٍ الْـخُدْرِيِّ رضي الله عنه قَالَ : قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ - طُوبٰـى لِمَنْ رَآنِـيْ وَآمَنَ بِـيْ وَطُوْبٰـى ثُمَّ طُوْبٰـى ثُمَّ طُوْبٰـى لِمَنْ آمَنَ بِـيْ وَلَمْ يَرَنِـيْ

وعن ابي سعيد الخدري رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم طوبى لمن راني وامن بي وطوبى ثم طوبى ثم طوبى لمن امن بي ولم يرني

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
২৬/ ফাযায়েল