পরিচ্ছেদঃ মহানবী (ﷺ) এর নামাবলী
(২৭২২) জাবের (রাঃ) কর্তৃক বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আমার নামে নাম রাখো, তবে আমার উপনামে উপনাম রেখো না।
وعَنْ جَابِرٍ رَضِيَ اللهُ عَنْهُ عَنْ النَّبِيِّ ﷺ قَالَ تَسَمَّوْا بِاسْمِـي وَلَا تَكْـتَـنُوا بِكُـنْـيَـتِـيْ
وعن جابر رضي الله عنه عن النبي ﷺ قال تسموا باسمـي ولا تكـتـنوا بكـنـيـتـي
(বুখারী ৩৫৩৯, ৬১৮৮, মুসলিম ৫৭২০)