১২৫৭

পরিচ্ছেদঃ অসিয়ত

(১২৫৭) আবূ উমামাহ (রাঃ) কর্তৃক বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআ’লা প্রত্যেক হকদারকে তার প্রাপ্য হক প্রদান করেছেন। সুতরাং কোন ওয়ারেসের জন্য অসিয়ত বৈধ নয়।

عَنْ أَبِيْ أُمَامَةَ قَالَ قَالَ رَسُولَ اللهِ ﷺ: إِنَّ اللهَ قَدْ أَعْطَى كُلَّ ذِى حَقٍّ حَقَّهُ فَلاَ وَصِيَّةَ لِوَارِثٍ

عن ابي امامة قال قال رسول الله ﷺ ان الله قد اعطى كل ذى حق حقه فلا وصية لوارث

হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
হাদীস সম্ভার
১১/ জানাযা