পরিচ্ছেদঃ
২৮৪। হাদীস নং ২১৩ দ্রষ্টব্য।
২১৩। উমার (রাঃ) বলেন, আমি যদি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি, তবে যে গ্রামই জনগণের জন্য বিজিত হবে, তা তাদের মধ্যে বণ্টন করে দেবো, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারকে বণ্টন করেছিলেন।
انظر رقم (٢٨٤)
انظر رقم (٢٨٤)
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ