পরিচ্ছেদঃ
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন ইন্তেকাল করেন:
৩০২. আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারের দিন ইন্তেকাল করেন।[1]
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ، قَالَ : حَدَّثَنَا عَامِرُ بْنُ صَالِحٍ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، قَالَتْ : " تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الاثْنَيْنِ " .
حدثنا محمد بن حاتم ، قال : حدثنا عامر بن صالح ، عن هشام بن عروة ، عن ابيه ، عن عاىشة ، قالت : " توفي رسول الله صلى الله عليه وسلم يوم الاثنين " .
[1] মুসনাদে আহমাদ, হা/২৪৮৩৪।
'Aayeshah Radiyallahu 'Anha said: ''Rasulullah Sallalllahu 'Alayhi Wasallam passed away on a Monday''.
This has been mentioned prevously. The muhadditheen and historians are unanimous in that Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam passed away on Monday.
হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ