২৪৩

পরিচ্ছেদঃ

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তিলাওয়াত প্রতিবেশীর ঘরের ছাদ থেকেও শুনা যেত:

২৪৩. উম্মু হানী (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি আমার গৃহে ছাদে অবস্থান করে রাত্রিবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কিরাআত শুনতে পেতাম।[1]

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلانَ ، قَالَ : حَدَّثَنَا وَكِيعٌ ، قَالَ : حَدَّثَنَا مِسْعَرٌ ، عَنْ أَبِي الْعَلاءِ الْعَبْدِيِّ ، عَنْ يَحْيَى بْنِ جَعْدَةَ ، عَنْ أُمِّ هَانِئٍ ، قَالَتْ : " كُنْتُ أَسْمَعُ قِرَاءَةَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , بِاللَّيْلِ وَأَنَا عَلَى عَرِيشِي " .

حدثنا محمود بن غيلان قال حدثنا وكيع قال حدثنا مسعر عن ابي العلاء العبدي عن يحيى بن جعدة عن ام هانى قالت كنت اسمع قراءة النبي صلى الله عليه وسلم بالليل وانا على عريشي


Ummi Haani Radiyallahu 'Anha reports: "I heard Rasulullah Sallallahu 'Alayhi Wasallam reciting (the Qur-aan in the Masjidul Haraam) at night, while I was on the rooftop of my house".

This will mean that Sayyidina Rasulullah Sallallahu 'Alayhi Wasallam recited very clearly and with an audible tone, that I could hear it on the rooftop of my house. Normally at night due to quietness the voice travels quite a distance. On the rooftop which is open it could be heard better, especially when the house is near.


হাদিসের মানঃ সহিহ (Sahih)
পুনঃনিরীক্ষণঃ
সহীহ শামায়েলে তিরমিযী
৪৪. রাসূলুল্লাহ (ﷺ) এর কিরাআত (باب ما جاء في قراءة رسول الله ﷺ)