১২৬৫

পরিচ্ছেদঃ ২২৯: সোমবার ও বৃহস্পতিবার রোযা রাখার ফযীলত

৩/১২৬৫। আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, ’রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবারে রোযা রাখার জন্য সমধিক সচেষ্ট থাকতেন।’ (তিরমিযী হাসান) [1]

(229) بَابُ اِسْتِحْبَابِ صَوْمِ الْاِثْنَيْنِ وَالْخَمِيْسِ

وَعَنْ عَائِشَة رَضِيَ اللهُ عَنهَا، قَالَت: كَانَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَتَحَرَّى صَومَ الاِثْنَيْنِ وَالخَمِيس . رواه الترمذي، وقال: حديث حسن

وعن عاىشة رضي الله عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يتحرى صوم الاثنين والخميس رواه الترمذي وقال حديث حسن

(229) Chapter: The Desirability of Observing Saum (Fasting) on Monday and Thursday


'Aishah (May Allah be pleased with her)u reported:
The Messenger of Allah (ﷺ) used to observe fast on Mondays and Thursdays.

[At-Tirmidhi].

Commentary: "Yataharra" in the Hadith means to seek and search, that is, he (PBUH) used to make special arrangements for it. The reason he was so particular about these Saum has been mentioned in the previous Hadith.


হাদিসের মানঃ হাসান (Hasan)
পুনঃনিরীক্ষণঃ
রিয়াযুস স্বা-লিহীন (রিয়াদুস সালেহীন)
৮/ বিভিন্ন নেক আমলের ফযীলত প্রসঙ্গে (كتاب الفضائل)