৩৪৯৮

পরিচ্ছেদঃ আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় মানুষ তারাই যারা দ্রুত ইফতার করে

৩৪৯৮. আবূ হুরাইরা রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মহান আল্লাহ বলেছেন, “আমার বান্দাদের মাঝে সবচেয়ে প্রিয় তারাই, যারা তাদের মাঝে দ্রুত ইফতার করে।”[1]

আবূ হাতিম ইবনু হিব্বান রহিমাহুল্লাহ বলেন, “এই হাদীসের রাবী কুররাতা বিন আব্দুর রহমান হলেন কুররাতা বিন আব্দুর রহমান বিন হাইওয়াইল। তার মূল নাম ইয়াহইয়া। আর কুররাতা হলো তার উপাধী। তিনি মিসরের একজন নির্ভরযোগ্য রাবী।”

ذِكْرُ الْبَيَانِ بِأَنَّ مِنْ أحبِّ الْعِبَادِ إِلَى اللَّهِ مَنْ كَانَ أَعْجَلَ إِفْطَارًا

3498 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ سَلْمٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا الْوَلِيدُ عَنِ الْأَوْزَاعِيِّ حَدَّثَنِي قُرَّةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنِ الزُّهْرِيِّ عَنْ أَبِي سَلَمَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (قَالَ اللَّهُ ـ تَعَالَى ـ: أحبُّ عِبَادِي إليَّ أعْجَلُهُمْ فِطْراً) الراوي : أَبُو هُرَيْرَةَ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3498 | خلاصة حكم المحدث: ضعيف - ((المشكاة)) (1989). قَالَ أَبُو حَاتِمٍ: قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ـ هَذَا ـ: هُوَ قُرَّةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَيْوَئِيلَ ، اسْمُهُ: يَحْيَى وقُرَّةُ لَقَبٌ؛ مِنْ ثِقَاتِ أهل مصر.


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
বর্ণনাকারীঃ আবূ হুরায়রা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ