কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৩৪৫৭
পরিচ্ছেদঃ যে ব্যক্তি সিয়াম রাখার ইচ্ছা করে, তাকে সাহারী খাওয়ার নির্দেশ প্রসঙ্গে বর্ণনা
৩৪৫৭. আনাস বিন মালিক রাদ্বিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, “আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “তোমরা সাহারী খাও। কেননা নিশ্চয়ই সাহারীতে বারাকাহ রয়েছে।”[1]
[1] আত তায়ালিসী: ২০০৬; মুসনাদ আহমাদ: ৩/২২৯; সহীহ মুসলিম: ১০৯৫; নাসাঈ: ৪/১৪১; তিরমিযী: ৭০৮; আবূ ইয়ালা; ২৮৪৮; সুনান বাইহাকী: বাগাবী: ২৭২৭; মুসান্নাফ আব্দুর রাযযাক: ৭৫৯৮; মুসান্নাফ ইবনু আবী শায়বাহ: ৩/৮; দারেমী: ২/৬; সহীহুল বুখারী: ১৯২৩; ইবনু মাজাহ: ১৬৯২; সহীহ ইবনু খুযাইমাহ: ১৯৩৭; বাযযার: ৯৭৬।
আল্লামা শুআইব আল আরনাঊত রহিমাহুল্লাহ হাদীসটিকে বুখারীর শর্তে সহীহ বলেছেন। আল্লামা নাসিরুদ্দিন আলবানী রহিমাহুল্লাহ হাদীসটিকে সহীহ বলেছেন। (আত তা‘লীকাতুল হিসান: ৩৪৫৭)
ذِكْرُ الْأَمْرِ بِالسَّحُورِ لِمَنْ أَرَادَ الصِّيَامَ
3457 - أَخْبَرَنَا أَبُو خَلِيفَةَ قَالَ: حَدَّثَنَا مُسَدَّدُ بْنُ مُسَرْهَدٍ قَالَ: حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ قَتَادَةَ عَنْ أَنَسٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم: (تَسَحَّرُوا فَإِنَّ فِي السَّحُورِ بَرَكَةٌ) الراوي : أَنَس بْن مَالِكٍ | المحدث : العلامة ناصر الدين الألباني | المصدر : التعليقات الحسان على صحيح ابن حبان الصفحة أو الرقم: 3457 | خلاصة حكم المحدث: صحيح: ق.