২৩০

পরিচ্ছেদঃ ১৩) ওযুর পর দু'রাকাআত সালাত পড়ার প্রতি উদ্বুদ্ধকরণ

২৩০. (হাসান) আবু দারদা (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্  (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম)কে একথা বলতে শুনেছি ’’যে ব্যাক্তি ওযু করবে এবং তা সুন্দরভাবে সম্পাদন করবে, অতঃপর দন্ডায়মান হয়ে দু’রাকাআত বা চার রাকাআত (বর্ণনাকারী সাহলের সন্দেহ) সালাত আদায় করবে-  উত্তমভাবে তাতে নির্দিষ্ট যিকির পাঠ করবে এবং অতি বিনয়ের সাথে তা আদায় করবে, অতঃপর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে, তবে আল্লাহ তাকে  ক্ষমা করে দিবেন।’’

(ইমাম আহমাদ হাসান সনদে হাদীছটি বর্ণনা করেছেন ৬/৪৫০)

الترغيب في ركعتين بعد الوضوء

(حسن ) وَعَنْ أبِيْ الدَّرْداَءِ رَضِيَ اللَّهُ عَنْهُ قاَلَ سَمِعْتُ رَسُوْلَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يقول: مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ قَامَ فَصَلَّى رَكْعَتَيْنِ، أَوْ أَرْبَعًا - شَكَّ سَهْلٌ - يُحْسِنُ فِيهِنَّ الذِّكْرَ، وَالْخُشُوعَ ثُمَّ اسْتَغْفَرَ اللهَ عَزَّ وَجَلَّ غَفَرَ لَهُ. رواه أحمد بإسناد حسن


হাদিসের মানঃ হাসান (Hasan)
বর্ণনাকারীঃ আবুদ দারদা (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ