৯৪৩

পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ

৯৪৩(৪). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট জিজ্ঞেস করলাম, কোন আমল অধিক উত্তম? তিনি বলেন, ওয়াক্তের প্রথমভাগে নামায পড়া। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বলেনঃ আল্লাহর রাস্তায় জিহাদ করা। আমি আবার জিজ্ঞেস করলাম, তারপর কোনটি? তিনি বলেনঃ পিতা-মাতার সঙ্গে সদ্ব্যবহার করা। আমি আরো অধিক জিজ্ঞেস করলে তিনি হয়ত আমাকে আরো অধিক কিছু বলতেন (বুখারী, মুসলিম, তিরমিযী, নাসাঈ)।

بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ

ثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا حَجَّاجُ بْنُ الشَّاعِرِ ، ثَنَا عَلِيُّ بْنُ حَفْصٍ ، أَنَا شُعْبَةُ ، عَنِ الْوَلِيدِ بْنِ الْعَيْزَارِ ، قَالَ : سَمِعْتُ أَبَا عَمْرٍو الشَّيْبَانِيَّ ، نَا صَاحِبُ هَذِهِ الدَّارِ - وَأَشَارَ إِلَى دَارِ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ ، وَلَمْ يُسَمِّهِ - ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - أَيُّ الْأَعْمَالِ أَفْضَلُ ؟ قَالَ : " الصَّلَاةُ أَوَّلَ وَقْتِهَا " . قُلْتُ : ثُمَّ مَاذَا ؟ قَالَ : " الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ " . قُلْتُ : ثُمَّ مَاذَا ؟ قَالَ : " بِرُّ الْوَالِدَيْنِ " ، وَلَوِ اسْتَزَدْتُهُ لَزَادَنِي


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ