৯৪২

পরিচ্ছেদঃ ৮. ফজর ও আসরের নামাযের পর নফল নামায পড়া নিষেধ

৯৪২(৩). ইয়াযীদ (রহঃ) ... আল-কাসেম ইবনে মুহাম্মাদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা ফজরের নামাযের পূর্বে আয়েশা (রাঃ)-র নিকট আসতাম। একদিন আমরা তার নিকট এলাম, তখন তিনি নামায পড়ছিলেন। অতএব আমরা তাকে জিজ্ঞেস করলাম, এটা কি নামায? তিনি বলেন, ঘুমের কারণে আমি আমার রাতের নফল নামায পড়তে পারিনি এবং আমি তা (তাহাজ্জুদ) ছেড়ে দিতে চাই না।

بَابُ النَّهْىِ عَنِ الصَّلَاةِ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ

ثَنَا يَزِيدُ ، ثَنَا مُحَمَّدٌ ، نَا وَكِيعٌ ، نَا أَفْلَحُ بْنُ حُمَيْدٍ ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ ، قَالَ : كُنَّا نَأْتِي عَائِشَةَ قَبْلَ صَلَاةِ الْفَجْرِ ، فَأَتَيْنَاهَا يَوْمًا وَهِيَ تُصَلِّي ، فَقُلْنَا لَهَا : مَا هَذِهِ الصَّلَاةُ ؟ قَالَتْ : " نِمْتُ عَنْ جُزْئِي اللَّيْلَةَ ، فَلَمْ أَكُنْ لِأَدَعُهُ

ثنا يزيد ثنا محمد نا وكيع نا افلح بن حميد عن القاسم بن محمد قال كنا ناتي عاىشة قبل صلاة الفجر فاتيناها يوما وهي تصلي فقلنا لها ما هذه الصلاة قالت نمت عن جزىي الليلة فلم اكن لادعه

হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ
সুনান আদ-দারাকুতনী
৩. নামায (كتاب الصلاة)