৬৯৯

পরিচ্ছেদঃ ৬৩. কোন ব্যক্তি কয়েক বছর যাবত পানি না পেলেও তার জন্য তাইয়াম্মুম করা বৈধ

৬৯৯(৩)। আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আবু যার (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এলে তিনি বলেন, হে আবু যার! যে ব্যক্তি দশ বছর ধরে পানি পায়নি তার জন্য পবিত্র মাটি নিশ্চয়ই পবিত্রকারী। যখন তুমি পানি পাবে তখন তোমার শরীরে পানি পৌছাবে (গোসল করবে)।

بَابٌ : فِي جَوَازِ التَّيَمُّمِ لِمَنْ لَمْ يَجِدِ الْمَاءَ سِنِينَ كَثِيرَةً

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا أَبُو يُوسُفَ الْقُلُوسِيُّ يَعْقُوبُ بْنُ إِسْحَاقَ ، وَأَبُو بَكْرِ بْنُ صَالِحٍ ، قَالَا : نَا خَلَفُ بْنُ مُوسَى الْعَمِّيُّ ، نَا أَبِي ، عَنْ أَيُّوبَ ، عَنْ أَبِي قِلَابَةَ ، عَنْ عَمِّهِ أَبِي الْمُهَلَّبِ ، عَنْ أَبِي ذَرٍّ ، قَالَ : أَتَيْتُ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - فَقَالَ : " يَا أَبَا ذَرٍّ ، إِنَّ الصَّعِيدَ طَهُورٌ لِمَنْ لَمْ يَجِدِ الْمَاءَ عَشْرَ سِنِينَ ، فَإِذَا وَجَدْتَ الْمَاءَ فَأَمِسَّهُ بَشْرَتَكَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ