৬৯০

পরিচ্ছেদঃ ৬১. উযুকারীদের ইমামতি করা তাইয়াম্মুমকারীর জন্য মাকরূহ

৬৯০(২). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... আলী (রাঃ) থেকে বর্ণিত। পায়ে বেড়ী লাগানো (কয়েদী) ব্যক্তি উন্মুক্ত ব্যক্তির ইমামতি করবে না এবং তাইয়াম্মুমকারী ব্যক্তি উযুর দ্বারা পবিত্রতা অর্জনকারীদের ইমামতি করবে না।

بَابٌ : فِي كَرَاهِيَةِ إِمَامَةِ الْمُتَيَمِّمِ الْمُتَوَضِّئِينَ

حَدَّثَنَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، ثَنَا زِيَادُ بْنُ أَيُّوبَ ، ثَنَا هُشَيْمٌ ، نَا حَجَّاجٌ ، عَنْ أَبِي إِسْحَاقَ ، عَنِ الْحَارِثِ ، عَنْ عَلِيٍّ ، قَالَ : " لَا يَؤُمُّ الْمُقَيَّدُ الْمُطْلَقِينَ ، وَلَا الْمُتَيَمِّمُ الْمُتَوَضِّئِينَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ