৬৮৯

পরিচ্ছেদঃ ৬১. উযুকারীদের ইমামতি করা তাইয়াম্মুমকারীর জন্য মাকরূহ

৬৮৯(১)। মুহাম্মাদ ইবনে জা’ফার ইবনে রুমাইস (রহঃ) ... জাবের (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তাইয়াম্মুমকারী ব্যক্তি উযুর মাধ্যমে পবিত্রতা অর্জনকারীদের ইমামতি করবে। এই হাদীসের সনদসূত্র দুর্বল।

بَابٌ : فِي كَرَاهِيَةِ إِمَامَةِ الْمُتَيَمِّمِ الْمُتَوَضِّئِينَ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ رُمَيْسٍ ، نَا عُثْمَانُ بْنُ مَعْبَدٍ ، نَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ بْنِ مَانِعٍ الْحِمْيَرِيُّ ، نَا أَبُو إِسْمَاعِيلَ الْكُوفِيُّ أَسَدُ بْنُ سَعِيدٍ ، نَا صَالِحُ بْنُ بَيَانٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ الْمُنْكَدِرِ ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ ، قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - : " لَا يَؤُمُّ الْمُتَيَمِّمُ الْمُتَوَضِّئِينَ " . إِسْنَادُهُ ضَعِيفٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ