৬৫৫

পরিচ্ছেদঃ ৫৯. তাইয়াম্মুম

৬৫৫(১১). আল-মুহামিলী (রহঃ) বলেন, আবূ সাঈদ আল-আশাজ্জ (রহঃ) আমাদের নিকট লিখে পাঠান ... পূর্বোক্ত হাদীসের অনুরূপ। আলী ইবনে আসেম (রহঃ) আতা (রহঃ) সূত্রে এই হাদীস বর্ণনা করেন এবং এর সনদসূত্র নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত উন্নীত করেন। আর ওয়ারাকা, আবু আওয়ানা প্রমুখ এই হাদীস মাওকুফরূপে বর্ণনা করেন এবং এটাই সঠিক।

بَابُ التَّيَمُّمِ

حَدَّثَنَاهُ الْمَحَامِلِيُّ ، قَالَ : كَتَبَ إِلَيْنَا أَبُو سَعِيدٍ الْأَشَجُّ نَحْوَهُ ، رَوَاهُ عَلِيُّ بْنُ عَاصِمٍ ، عَنْ عَطَاءٍ ، وَرَفَعَهُ إِلَى النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - وَوَقَفَهُ وَرْقَاءُ ، وَأَبُو عَوَانَةَ وَغَيْرُهُمَا ، وَهُوَ الصَّوَابُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ