৬২২

পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ

৬২২(৪৬). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... মুহাম্মাদ (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, চার ব্যক্তি আছেন তাদের নিকট যারা হাদীস বর্ণনা করেন, তারা তাদের বিশ্বাস করেন এবং কেমন রাবী থেকে হাদীস শ্রবণ করলেন তার কোন পরোয়া করেন না। তারা হলেন, আল-হাসান, আবুল আলিয়া, হুমাইদ ইবনে হিলাল ও দাউদ ইবনে আবু হিন্দ (রহঃ)। আশ-শায়েখ (রহঃ) বলেন, তিনি চতুর্থ ব্যক্তির নাম উল্লেখ করেননি। এই হাদীস আল-আ’মাশ-আবু সুফিয়ান-জাবের (রাঃ) সূত্রে বর্ণিত। তিনি এই হাদীস বর্ণনা করেছেন এবং তার ক্রটিও বর্ণনা করেছেন।

بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا عَبَّاسُ بْنُ مُحَمَّدٍ ، نَا أَبُو بَكْرِ بْنُ أَبِي الْأَسْوَدِ ، نَا دَاوُدُ بْنُ إِبْرَاهِيمَ ، حَدَّثَنِي وُهَيْبٌ ، نَا ابْنُ عَوْنٍ ، عَنْ مُحَمَّدٍ ، قَالَ : كَانَ أَرْبَعَةٌ يُصَدِّقُونَ مَنْ حَدَّثَهُمْ ، وَلَا يُبَالُونَ مِمَّنْ يَسْمَعُونَ الْحَدِيثَ : الْحَسَنُ وَأَبُو الْعَالِيَةِ وَحُمَيْدُ بْنُ هِلَالٍ وَدَاوُدُ بْنُ أَبِي هِنْدٍ . قَالَ الشَّيْخُ : وَهَذَا حَدِيثٌ رُوِيَ عَنِ الْأَعْمَشِ ، عَنْ أَبِي سُفْيَانَ ، عَنْ جَابِرٍ ..... فَذَكَرَهُ ، وَذَكَرَ عِلَّتَهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ ইবনু সীরীন (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ