৬২১

পরিচ্ছেদঃ ৫৮. নামাযরত অবস্থায় অট্টহাসি সম্পর্কিত হাদীস এবং তার ক্রটিসমূহ

৬২১(৪৫). মুহাম্মাদ ইবনে মাখলাদ (রহঃ) ... আসেম (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমাকে ইবনে সীরীন (রহঃ) বলেছেন, তুমি যখন আমার নিকট হাদীস বর্ণনা করবে তখন বসরার দুই ব্যক্তি আবুল আলিয়া ও আল-হাসান থেকে হাদীস বর্ণনা করবে না। কেননা তারা উভয়ে কেমন রাবী থেকে হাদীস সগ্রহ করেন তার কোন পরোয়া করেন না।

بَابُ أَحَادِيثِ الْقَهْقَهَةِ فِي الصَّلَاةِ وَعِلَلِهَا

حَدَّثَنَا بِذَلِكَ مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا صَالِحُ بْنُ أَحْمَدَ بْنِ حَنْبَلٍ ، نَا عَلِيُّ بْنُ الْمَدِينِيِّ ، قَالَ : سَمِعْتُ جَرِيرًا وَذَكَرَ عَنْ رَجُلٍ عَنْ عَاصِمٍ ، قَالَ : قَالَ لِيَ ابْنُ سِيرِينَ : مَا حَدَّثْتَنِي فَلَا تُحَدِّثْنِي عَنْ رَجُلَيْنِ مِنْ أَهْلِ الْبَصْرَةِ : عَنْ أَبِي الْعَالِيَةِ ، وَالْحَسَنِ ؛ فَإِنَّهُمَا كَانَا لَا يُبَالِيَانِ عَمَّنْ أَخَذَا حَدِيثَهُمَا


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আসিম (রহঃ)
পুনঃনিরীক্ষণঃ