লগইন করুন
পরিচ্ছেদঃ ৫৩. যাতে উযু নষ্ট হয় এবং (স্ত্রীকে) স্পর্শ করা ও চুমা দেয়া
৪৯৯(২৮). আবু বাকর আন-নায়সাপুরী (রহঃ) ... আয়েশা (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোন স্ত্রীকে চুমা দিতেন কিন্তু পুনরায় উযু করতেন না। অধস্তন (রাবীর) উক্তি, আবদুল্লাহ ইবনে গালিব এটা ভুল। এখানে গালিব ইবনে উবায়দুল্লাহ উদ্দেশ্য এবং তিনি পরিত্যক্ত রাবী। আবু সালামা আল-জুহানীর নাম খালিদ ইবনে সালামা, তিনি হাদীসশাস্ত্রে দুর্বল। তবে যাকারিয়া ইবনে আবু যায়েদা (রহঃ) যার থেকে হাদীস বর্ণনা করেছেন তিনি এই খালিদ নন।
بَابُ صِفَةِ مَا يَنْقُضُ الْوُضُوءَ ، وَمَا رُوِيَ فِي الْمُلَامَسَةِ وَالْقُبْلَةِ
حَدَّثَنَا أَبُو بَكْرٍ النَّيْسَابُورِيُّ ، وَأَبُو بَكْرِ بْنُ مُجَاهِدٍ الْمُقْرِئُ ، قَالَا : نَا سَعْدَانُ بْنُ نَصْرٍ ، نَا أَبُو بَدْرٍ ، عَنْ أَبِي سَلَمَةَ الْجُهَنِيِّ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ غَالِبٍ ، عَنْ عَطَاءٍ ، عَنْ عَائِشَةَ : " أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يُقَبِّلُ بَعْضَ نِسَائِهِ ، ثُمَّ لَا يُحْدِثُ وُضُوءًا " . قَوْلُهُ : " عَبْدُ اللَّهِ بْنُ غَالِبٍ " وَهْمٌ ، وَإِنَّمَا أَرَادَ : " غَالِبَ بْنَ عُبَيْدِ اللَّهِ " وَهُوَ مَتْرُوكٌ . وَأَبُو سَلَمَةَ الْجُهَنِيُّ : هُوَ خَالِدُ بْنُ سَلَمَةَ ضَعِيفٌ ، وَلَيْسَ بِالَّذِي يَرْوِي عَنْهُ زَكَرِيَّا بْنُ أَبِي زَائِدَةَ