৪৪৯

পরিচ্ছেদঃ ৪৮. "পানি (গোসল) পানি (বীর্যপাত) থেকে" রহিত হওয়া সম্পর্কে

৪৪৯(২). মুহাম্মাদ ইবন মাখলাদ (রহঃ) ... আয-যুহরী (রহঃ) বলেন, আমি উরওয়াহ (রহঃ)-কে জিজ্ঞেস করলাম, কোন ব্যক্তি সহবাস করেছে কিন্তু বীর্যপাত হয়নি। তিনি বলেন, বিষেজ্ঞ আলেমগণের কথা হলো, লোকজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সর্বশেষে নির্দেশ গ্রহণ করবেন। আয়েশা (রাঃ) আমার নিকট হাদীস বর্ণনা করেন, রাসুলুল্লাহ আলান্থাৰ অনুরূপ করতেন এবং (বীর্যপাত না হলে) গোসল করতেন না। এটি ছিল মক্কা বিজয়ের পূর্বেকার ঘটনা। এরপর তিনি (বীর্যপাত না হলেও) গোসল করেছেন এবং লোকজনকেও গোসল করার নির্দেশ দিয়েছেন।

بَابُ نَسْخِ قَوْلِهِ الْمَاءُ مِنَ الْمَاءِ

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَخْلَدٍ ، نَا حَمْزَةُ بْنُ الْعَبَّاسِ الْمَرْوَزِيُّ ، نَا عَبْدَانُ ، نَا أَبُو حَمْزَةَ ، نَا الْحُسَيْنُ بْنُ عِمْرَانَ ، حَدَّثَنِي الزُّهْرِيُّ ، قَالَ : سَأَلْتُ عُرْوَةَ عَنِ الَّذِي يُجَامِعُ وَلَا يُنْزِلُ ؟ فَقَالَ : قَوْلُ النَّاسِ أَنْ يَأْخُذُوا بِالْآخِرِ مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - ، وَحَدَّثَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَفْعَلُ ذَلِكَ وَلَا يَغْتَسِلُ وَذَلِكَ قَبْلَ فَتْحِ مَكَّةَ ، ثُمَّ اغْتَسَلَ بَعْدَ ذَلِكَ ، وَأَمَرَ النَّاسَ بِالْغُسْلِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ