৩০৪

পরিচ্ছেদঃ ৩৩. তিনবার মাথা মসেহ করার দলীল

৩০৪(১০). আলী ইবনে মুহাম্মাদ ইবনে আহমাদ আল-মিসরী (রহঃ) ... আবদুল্লাহ ইবনে যায়েদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উযুর অঙ্গগুলো দুইবার করে ধৌত করেছেন। (এই হাদীসের সনদ হাসান)।

بَابُ دَلِيلِ تَثْلِيثِ الْمَسْحِ

نَا عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ أَحْمَدَ الْمِصْرِيُّ ، نَا يُوسُفُ بْنُ يَزِيدَ بْنِ كَامِلٍ إِمْلَاءً ، نَا سَعِيدُ بْنُ مَنْصُورٍ ، نَا فُلَيْحُ بْنُ سُلَيْمَانَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ ، عَنْ عَبَّادِ بْنِ تَمِيمٍ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ زَيْدٍ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَوَضَّأَ مَرَّتَيْنِ مَرَّتَيْنِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ