২৪২

পরিচ্ছেদঃ ২৫. নাবীয দ্বারা উযু করা

২৪২(১৩). ইবনে মানী (রহঃ) ... ইবনে মাসউদ (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিনদের সাক্ষাতের রাতে বলেনঃ তোমার সাথে কি পানি আছে? তিনি বলেন, না। তিনি বলেনঃ তোমার সাথে কি নবীয আছে? (রাবী বলেন), আমার মনে হয় তিনি বলেছেন, হ্যাঁ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা দিয়ে উযু করেন। এই হাদীস দুই কারণে প্রমাণিত নয়, তা আমি হাদীসের মধ্যে উল্লেখ করেছি।

بَابُ الْوُضُوءِ بِالنَّبِيذِ

ثَنَا ابْنُ مَنِيعٍ ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ أَنْبَأَنَا شُعْبَةُ ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ ، قَالَ : قُلْتُ لِأَبِي عُبَيْدَةَ : حَضَرَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ لَيْلَةَ الْجِنِّ ؟ قَالَ : لَا قُرِئَ عَلَى أَبِي الْقَاسِمِ بْنِ مَنِيعٍ - وَأَنَا أَسْمَعُ - : حَدَّثَكُمْ مُحَمَّدُ بْنُ عَبَّادٍ الْمَكِّيُّ ، نَا أَبُو سَعِيدٍ مَوْلَى بَنِي هَاشِمٍ ، نَا حَمَّادُ بْنُ سَلَمَةَ ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ ، عَنْ أَبِي رَافِعٍ ، عَنِ ابْنِ مَسْعُودٍ : أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - قَالَ لَهُ لَيْلَةَ الْجِنِّ : " أَمَعَكَ مَاءٌ ؟ " . قَالَ : لَا ، قَالَ : " أَمَعَكَ نَبِيذٌ ؟ " أَحْسَبُهُ قَالَ : نَعَمْ ، فَتَوَضَّأَ بِهِ . لَا يَثْبُتُ مِنْ وَجْهَيْنِ ، وَنُكَتُهُ ذَكَرْتُهَا فِيهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ