১১২

পরিচ্ছেদঃ ১২. চামড়া প্রক্রিয়াজাত করা

১১২(১৯). আবু তালহা আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে আবদুল কারীম (রহঃ) ... আবু সালামা ইবনে আবদুর রহমান (রহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী উম্মে সালামা (রাঃ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-কে বলতে শুনেছিঃ মৃত জীবের চামড়া পরিশোধন করা হলে তা ব্যবহারে কোন আপত্তি নেই এবং তার পশম, চুল ও শিং পানি দিয়ে ধৌত করে নিলে তার ব্যবহারে আপত্তি নাই। ইউসুফ ইবনুস সাফার পরিত্যক্ত রাবী। তিনি ব্যতীত অন্য কেউ এ হাদীস বর্ণনা করেননি।

بَابُ الدِّبَاغِ

نَا أَبُو طَلْحَةَ أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ الْكَرِيمِ ، نَا سَعْدُ بْنُ مُحَمَّدٍ بِبَيْرُوتَ ، نَا أَبُو أَيُّوبَ سُلَيْمَانُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ ، نَا يُوسُفُ بْنُ السَّفَرِ ، نَا الْأَوْزَاعِيُّ ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ، عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ، قَالَ : سَمِعْتُ أُمَّ سَلَمَةَ زَوْجَ النَّبِيِّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - تَقُولُ : سَمِعْتُ رَسُولَ اللَّهِ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - يَقُولُ : " لَا بَأْسَ بِمَسْكِ الْمَيْتَةِ إِذَا دُبِغَ ، وَلَا بَأْسَ بِصُوفِهَا وَشَعْرِهَا وَقُرُونِهَا إِذَا غُسِلَ بِالْمَاءِ " . يُوسُفُ بْنُ السَّفَرِ مَتْرُوكٌ ، وَلَمْ يَأْتِ بِهِ غَيْرُهُ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ