৯০

পরিচ্ছেদঃ ১০. মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করা

৯০(৩). মুহাম্মাদ ইবনে আহমাদ ইবনে মুহাম্মাদ ইবনে হাসান-আদ-দাব্বী (রহঃ) ... আনাস ইবনে মালেক (রাঃ) থেকে বর্ণিত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর উযুর অবশিষ্ট পানি দিয়ে মেসওয়াক করতেন।

بَابُ الْوُضُوءِ بِفَضْلِ السِّوَاكِ

نَا مُحَمَّدُ بْنُ أَحْمَدَ بْنِ حَسَّانَ الضَّبِّيُّ ، نَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ شَاذَانُ ، نَا سَعْدُ بْنُ الصَّلْتِ ، عَنِ الْأَعْمَشِ ، عَنْ مُسْلِمٍ الْأَعْوَرِ ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ ؛ أَنَّ النَّبِيَّ - صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ - كَانَ يَسْتَاكُ بِفَضْلِ وَضُوئِهِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
বর্ণনাকারীঃ আনাস ইবনু মালিক (রাঃ)
পুনঃনিরীক্ষণঃ