৮৯

পরিচ্ছেদঃ ১০. মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করা

৮৯(২). আল-হুসায়ন (রহঃ) ... কায়েস (রহঃ) বলেন, জারীর (রাঃ) যে পানিতে তার মেসওয়াক ডুবাতেন সেই পানি সম্পর্কে তার পরিবারের লোকজনকে বলতেন, এই পানি দ্বারা তোমরা উযু করো। এই হাদীসের সনদ সহীহ।

بَابُ الْوُضُوءِ بِفَضْلِ السِّوَاكِ

نَا الْحُسَيْنُ ، نَا حَفْصُ بْنُ عَمْرٍو ، نَا يَحْيَى بْنُ سَعِيدٍ ، نَا إِسْمَاعِيلُ ، ثَنَا قَيْسٌ ، قَالَ : كَانَ جَرِيرٌ يَقُولُ لِأَهْلِهِ : تَوَضَّئُوا مِنْ هَذَا الَّذِي أُدْخِلُ فِيهِ سِوَاكِي . هَذَا إِسْنَادٌ صَحِيحٌ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ