৮৮

পরিচ্ছেদঃ ১০. মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করা

৮৮(১). আল-হুসাইন ইবনে ইসমাঈল (রহঃ) ... জারীর (রাঃ) থেকে বর্ণিত। তিনি নিজ পরিবারের লোকদেরকে মেসওয়াক করার পর অবশিষ্ট পানি দিয়ে উযু করার নির্দেশ দিতেন।

بَابُ الْوُضُوءِ بِفَضْلِ السِّوَاكِ

نَا الْحُسَيْنُ بْنُ إِسْمَاعِيلَ ، نَا إِبْرَاهِيمُ بْنُ مُجَشِّرٍ ، نَا هُشَيْمٌ ، نَا إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ ، عَنْ قَيْسٍ ، عَنْ جَرِيرٍ : أَنَّهُ كَانَ يَأْمُرُ أَهْلَهُ أَنْ يَتَوَضَّئُوا بِفَضْلِ السِّوَاكِ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ