৮৪

পরিচ্ছেদঃ ৭. গরম পানি সম্পর্কে

৮৪(৪). আবু সাহল ইবনে যিয়াদ (রহঃ) ... হাসসান ইবনে আযহার (রহঃ) থেকে বর্ণিত। উমার ইবনুল খাত্তাব (রাঃ) বলেন, তোমরা সূর্যের তাপে গরম করা পানি দিয়ে গোসল করো না। কারণ তা শ্বেতরোগ সৃষ্টি করে।

بَابُ الْمَاءِ الْمُسَخَّنِ

نَا أَبُو سَهْلِ بْنُ زِيَادٍ ، نَا إِبْرَاهِيمُ الْحَرْبِيُّ ، نَا دَاوُدُ بْنُ رُشَيْدٍ ، نَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ ، حَدَّثَنِي صَفْوَانُ بْنُ عَمْرٍو ، عَنْ حَسَّانَ بْنِ أَزْهَرَ ؛ أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ ، قَالَ : لَا تَغْتَسِلُوا بِالْمَاءِ الْمُشَمَّسِ فَإِنَّهُ يُورِثُ الْبَرَصَ


হাদিসের মানঃ তাহকীক অপেক্ষমাণ
পুনঃনিরীক্ষণঃ