১৫৭৫

পরিচ্ছেদঃ

১৫৭৫। তোমরা আল্লাহর নিকট উচ্চ মর্যাদা চাও। তারা বললঃ হে আল্লাহর রসূল! তা কী? তিনি বললেনঃ ধৈর্য ধারণ কর সেই ব্যক্তির সামনে যে তোমার সাথে অশোভন আচরণ করে। যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখ আর যে তোমাকে বঞ্চিত করে তুমি তাকে দাও।

হাদীসটি খুবই দুর্বল।

হাদীসটিকে ইবনু শাহীন “আততারগীব” গ্রন্থে (২/২৯৩) উসমান ইবনু আব্দুর রহমান হতে, তিনি ওয়াযি ইবনু নাফে’ হতে, তিনি আবূ সালামাহ হতে, তিনি আবূ আইউব (রাঃ) হতে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে দাঁড়ালেন এরপর বললেনঃ ...।

আমি (আলবানী) বলছিঃ এ সনদটি খুবই দুর্বল। বর্ণনাকারী ওয়াযিকে জাল করার দোষে দোষী করা হয়েছে। যেমনটি (২৪) নম্বর হাদীসের আলোচনার মধ্যে আলোচিত হয়েছে। আর উসমান ইবনু আব্দুর রহমান তারাইকী জাযারীর মধ্যে দুর্বলতা রয়েছে। তবে সমস্যা হচ্ছে তার শাইখ থেকেই।

হাদীসটিকে সুয়ূতী “আলজামেউল কাবীর” গ্রন্থে (১/৫/১) “যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখ” এ বাক্যটি ছাড়া উল্লেখ করে বলেছেনঃ এটিকে ইবনু আদী আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে বর্ণনা করেছেন আর এর সনদের মধ্যে বর্ণনাকারী ওয়াযি ইবনু নাফে রয়েছেন, তিনি মাতরূক।

আমি (আলবানী) বলছিঃ বাহ্যিক অবস্থা এই যে, ওয়াযি কখনও আবূ আইউব (রাঃ) হতে আবার কখনও আব্দুল্লাহ ইবনু উমার (রাঃ) হতে হাদীসটি বর্ণনা করতেন। তিনি খুবই দুর্বল হওয়ার কারণে তার বর্ণনা প্রত্যাখ্যাত। তবে হাদীসটি “যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করে তুমি তার সাথে সম্পর্ক অটুট রাখ” এ অংশটুকু “ইবনু আদী’র মধ্যে (৭/২৫৫৭) সাব্যস্ত হয়েছে (সহীহ হিসেবে)।

ابتغوا الرفعة عند الله، قالوا: وما هي يا رسول الله؟ قال: تحلم عمن جهل عليك وتصل من قطعك وتعطي من حرمك ضعيف جدا - رواه ابن شاهين في " الترغيب " (293 / 2) عن عثمان بن عبد الرحمن: حدثنا الوازع بن نافع عن أبي سلمة عن أبي أيوب قال: وقف علينا رسول الله صلى الله عليه وسلم فقال: فذكره. قلت: وهذا إسناد ضعيف جدا ، الوازع هذا متهم بالوضع كما تقدم بيانه تحت الحديث (24) وعثمان بن عبد الرحمن هو الطرائفي الجزري، وفيه ضعف، وإنما العلة من شيخه والحديث ذكره السيوطي في " الجامع الكبير " (1 / 5 / 1) دون قوله: " وتصل من قطعك وقال: " رواه ابن عدي عن ابن عمر رضي الله عنهما، وفيه الوازع بن نافع متروك قلت: فالظاهر أن الوازع كان يرويه تارة عن أبي أيوب، وأخرى عن ابن عمر، وذلك منه مردود لشدة ضعفه. وقوله: " وتصل ... " ثابت في " ابن عدي " (7 / 2557)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ