১৫৪৮

পরিচ্ছেদঃ

১৫৪৮। আমার পরে আমার উম্মাতের জন্য শাম ও শীকান দেশ মুক্ত করা হবে। যখন তাকে মুক্ত করবে তখন তা স্বাধীন হয়ে যাবে। শামবাসীঃ তাদের পুরুষ, তাদের মহিলা, তাদের শিশু ও দাসরা, জাযীরার শেষপ্রান্ত পর্যন্ত জিহাদের জন্য নিজেদেরকে বেঁধে (সার্বক্ষনিক নিয়োজিত) রেখেছে। যেই সে সমুদ্রকুলগুলোর একটি কূলকে স্বাধীন করবে সেই জিহাদের মধ্যে রয়েছে আর যে বাইতুল মাকদিসকে মুক্ত করবে সে জিহাদের মধ্যে রয়েছে।

হাদীসটি দুর্বল।

হাদীসটিকে ইবনু আসাকির “তারীখু দেমাস্ক” গ্রন্থে (১/২৭০) ইবনু হিময়ার সূত্রে সা’ঈদ বাজালী হতে, তিনি শাহর ইবনু হাওশাব হতে, তিনি আবুদ দারদা (রাঃ) হতে মারফু’ হিসেবে বর্ণনা করেছেন।

আমি (আলবানী) বলছিঃ বর্ণনাকারী শাহরের কারণে এ সনদটি দুর্বল। হাফিয ইবনু হাজার বলেনঃ তিনি বহু মুরসাল এবং সন্দেহমূলক বর্ণনাকারী। আর সাঈদ বাজালীকে আমি চিনি না।

আর হিশাম ইবনু আম্মার হাদীসটি বর্ণনা করেছেন আবু মুতী মুয়াবিয়্যাহ ইবনু ইয়াহইয়া হতে, তিনি আরতাত ইবনুল মুনযির হতে, তিনি সেই ব্যক্তি হতে যে আবুদ দারদা (রাঃ) হতে বর্ণনা করেছেন ... ।

এটিও দুর্বল। আবু মুতী দুর্বল আরতাতের শাইখ মাজহুল হওয়ার কারণে

ستفتح على أمتي من بعدي الشام وشيكا، فإذا فتحها فاحتلها، فأهل الشام مرابطون إلى منتهى الجزيرة: رجالهم ونساؤهم وصبيانهم وعبيدهم، فمن احتل ساحلا من تلك السواحل فهو في جهاد، ومن احتل بيت المقدس فهو في جهاد ضعيف - أخرجه ابن عساكر في " تاريخ دمشق " (1 / 270) من طريق ابن حمير عن سعيد البجلي عن شهر بن حوشب عن أبي الدرداء مرفوعا قلت: وهذا إسناد ضعيف من أجل شهر، قال الحافظ: " كثير الإرسال والأوهام ". وسعيد البجلي لم أعرفه. ورواه هشام بن عمار: أخبرنا أبو مطيع معاوية بن يحيى عن أرطاة بن المنذر عمن حدثه عن أبي الدرداء به، دون ذكر الفتح وبيت المقدس. وهذا ضعيف أيضا، لضعف أبي مطيع، وجهالة شيخ أرطاة


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ