১৫৪৪

পরিচ্ছেদঃ

১৫৪৪। মুনাফিকের আলামতসমূহঃ যখন কথা বলে তখন মিথ্যা বলে, যখন ওয়াদাহ্ করে তখন ওয়াদার বরখেলাফ করে আর (তার কাছে) আমানাত রাখা হলে খিয়ানাত করে।

হাদীসটি খুবই দুর্বল।

এটিকে ত্ববারানী “আলআওসাত” গ্রন্থে আবূ বকর সিদীক (রাঃ) হতে বর্ণনা করেছেন যে, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনঃ ... । হাইসামী (১/১০৮) বলেনঃ এর সনদে যানফাল আলওরফী রয়েছেন, তিনি মিথ্যুক।

আমি (আলবানী) বলছিঃ আমি দেখছি না কে তাকে মিথ্যুক আখ্যা দিয়েছেন। তার ব্যাপারে সর্ব নিকৃষ্ট কথা যা বলা হয়েছে তা হচ্ছে এই যে, তিনি নির্ভরযোগ্য নন। তার সম্পর্কে (১৫১৫) হাদীসে পূর্বে আলোচনা করা হয়েছে।

এ হাদীস থেকে আমাদেরকে মুক্ত রাখতে পারে আবু হুরাইরাহ (রাঃ) হতে বর্ণিত নিম্নের ভাষার মারফু হাদীসঃ

آية المنافق تلاث: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا اؤتمن خان

“মুনাফিকের আলামাত হচ্ছে তিনটিঃ ...।

এটিকে ইমাম বুখারী ও মুসলিম বর্ণনা করেছেন।

آيات المنافق: إذا حدث كذب وإذا وعد أخلف وإذا ائتمن خان ضعيف جدا - رواه الطبراني في " الأوسط " عن أبي بكر الصديق أن النبي صلى الله عليه وسلم قال: فذكره. قال الهيثمي (1 / 108) : " وفيه زنفل العرفي، كذاب قلت: لم أر من رماه بالكذب وأسوأ ما قيل فيه: " ليس بثقة ". وقد مضى في الحديث (1515) . ويغني عن هذا الحديث حديث أبي هريرة مرفوعا بلفظ: " أية المنافق ثلاث إذا حدث ... " إلخ. أخرجه الشيخان. انظر كتاب الإيمان " لأبي عبيد القاسم بن سلام (ص 95)


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ