৯৪২

পরিচ্ছেদঃ

৯৪২। তিনি পার্শ্বভাবে মিসওয়াক করতেন, লম্বালম্বিভাবে মিসওয়াক করতেন না।

হাদীছটি খুবই দুর্বল।

এটি আবু নোয়াইম “কিতাবুস সিওয়াক” গ্রন্থে আয়েশা (রাঃ)-এর হাদীছ হতে মারফু’ হিসাবে বর্ণনা করেছেন।

হাফিয ইবনু হাজার "আত-তালখীস" (পৃঃ ২৩) গ্রন্থে বলেনঃ তার সনদে আব্দুল্লাহ ইবনু হাকীম রয়েছেন, তিনি মাতরূক। ইবনু হিব্বান (২/২৭) বলেনঃ তিনি নির্ভরযোগ্যদের উপর হাদীছ জাল করতেন। তিনি মালেক, ছাওরী ও মিসআরের উদ্ধৃতিতে এমন ধরনের হাদীছ বর্ণনা করেছেন যেগুলো তাদের হাদীছ নয়।

كان يستاك عرضا، ولا يستاك طولا ضعيف جدا - رواه أبو نعيم في " كتاب السواك " من حديث عائشة مرفوعا قال الحافظ (23) : " وفي إسناده عبد الله بن حكيم وهو متروك ". وقال ابن حبان (2 / 27) : " كان يضع الحديث على الثقات، ويروي عن مالك والثوري ومسعر ما ليس من أحاديثهم


হাদিসের মানঃ যঈফ (Dai'f)
পুনঃনিরীক্ষণঃ