৭০১

পরিচ্ছেদঃ

৭০১। যখন কোন ব্যক্তিকে নেতৃত্ব প্রদান করা হয় তখন আল্লাহ তার থেকে দূরে সরে যান।

হাদীছটির কোন ভিত্তি নেই।

এটিকে গাযালী "আল-ইহইয়া" (২/১২৯) গ্রন্থে আবু যার (রাঃ) হতে মারফু’ হিসাবে বর্ণনা করেছেন । হাফিয ইরাকী তার "তাখরীজ" গ্রন্থে বলেনঃ এটির ভিত্তি সম্পর্কে অবহিত হইনি।

إن الرجل إذا ولي ولاية تباعد الله عز وجل منه لا أصل له - ذكره الغزالي في " الإحياء " (2 / 129) من حديث أبي ذر مرفوعا، فقال الحافظ العراقي في " تخريجه ": " لم أقف له على أصل


হাদিসের মানঃ জাল (Fake)
পুনঃনিরীক্ষণঃ