কোন ভুল থাকলে সেটি রিপোর্ট করার জন্য অনুগ্রহ করে লগইন করুন।
লগইন করুন
লগইন করুন
৫৪২
পরিচ্ছেদঃ
৫৪২। তোমরা হজ্জ কর, কারণ হজ্জ গুনাহগুলোকে ধুয়ে ফেলে যেরূপ পানি ময়লাগুলোকে ধুয়ে ফেলে।
হাদীছটি জাল।
এটিকে আবুল হাজ্জাজ ইউসুফ ইবনু খালীল “আস-সুবাঈয়াত” (১/১৮/১) গ্রন্থে ইয়ালা ইবনুল আশদাক হতে আব্দুল্লাহ ইবনু জারাদ হতে ... বর্ণনা করেছেন। একই সূত্রে তাবারানী “মুজামুল আওসাত” গ্রন্থে বর্ণনা করেছেন। যেরূপ "আল-মাজমা" (৩/২০৯) ও "আল-জামে" গ্রন্থে এসেছে। হায়ছামী বলেনঃ এটির মধ্যে ইয়ালা ইবনুল আশদাক রয়েছেন, তিনি মিথ্যুক।
حجوا، فإن الحج يغسل الذنوب كما يغسل الماء الدرن موضوع - رواه أبو الحجاج يوسف بن خليل في " السباعيات " (1 / 18 / 1) عن يعلى بن الأشدق عن عبد الله بن جراد مرفوعا وموقوفا. ومن هذا الوجه أخرجه الطبراني في " الأوسط " كما في " المجمع " (3 / 209) و" الجامع " وقال الهيثمي: " وفيه يعلى بن الأشدق وهو كذاب